• ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
logo
অবশেষে ‘নার্স খুনের’ রহস্য জানা যাবে বুধবার
নির্মাতা হিসেবে দর্শকমহলে বেশ প্রশংসিত ভিকি জাহেদ। বরাবরই ভিন্নধর্মী কাজ উপহার দিয়েছেন এই নির্মাতা। পেয়েছেন বাহবাও। তার যে কোনো কাজের প্রতি দর্শকের বাড়তি আগ্রহ প্রায়ই লক্ষ করা যায়। এবারও এর ব্যতিক্রম হয়নি। ভিকি জাহেদের সাইকো থ্রিলার ঘরানার স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘একটি খোলা জানালা’র অপেক্ষায় ছিলেন দর্শকরা। কথা ছিল, গেল ১৮ জুলাই স্বল্পদৈর্ঘ্যটি মুক্তি পাবে একটি ওটিটি মাধ্যমে। কিন্তু দেশে ঘটে যাওয়া বৈষম্যবিরোধী আন্দোলন ও ভয়াবহ বন্যার কারণে আলোর মুখ দেখেনি এটি। অবশেষে অপেক্ষার পালা শেষ হচ্ছে, বুধবার  (৪ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে ‘একটি খোলা জানালা’। এবার জানা যাবে, নার্স খুনের ঘটনার গল্প! ইতিমধ্যেই প্রকাশ হয়েছে এর ট্রেলার। এই সিনেমার অন্যতম দুই চরিত্রে অভিনয় করেছেন সালাহ খানম নাদিয়া ও তাসনিয়া ফারিণ। দুজনের চরিত্রই নার্সের। গল্পে কেশবগঞ্জ নামের এলাকায় একের পর এক নার্স খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশ্ন উঠছে, বেছে বেছে কেন নার্সদের খুন করা হচ্ছে, কারা করছে? কেন করছে? ভিকি জাহেদ বলেন, ‘এটি মূলত নিরীক্ষাধর্মী কাজ। ক্যারিয়ার শুরু করেছি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে। অনেকদিন পর আবারও ফিরলাম সেখানে। আশা করি, আগের মতোই দর্শকরা সাড়া দেবেন।’ কাজটি প্রসঙ্গে তাসনিয়া ফারিণের বক্তব্য এমন- ‘সাইকো থ্রিলার ঘরানার গল্প আমার বরাবরই ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই কাজটি করা।’ বলা দরকার, ভিকি জাহেদ ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছেন ‘পুনর্জন্ম’, ‘রেডরাম’, ‘টিকিট’, ‘তিথিডোর’র মতো কাজগুলো বানিয়ে।
০৩ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫১

অবশেষে ‘নার্স খুনের’ রহস্য জানা যাবে বুধবার
নির্মাতা হিসেবে দর্শকমহলে বেশ প্রশংসিত ভিকি জাহেদ। বরাবরই ভিন্নধর্মী কাজ উপহার দিয়েছেন এই নির্মাতা। পেয়েছেন বাহবাও। তার যে কোনো কাজের প্রতি দর্শকের বাড়তি আগ্রহ প্রায়ই লক্ষ করা যায়। এবারও এর ব্যতিক্রম হয়নি। ভিকি জাহেদের সাইকো থ্রিলার ঘরানার স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘একটি খোলা জানালা’র অপেক্ষায় ছিলেন দর্শকরা। কথা ছিল, গেল ১৮ জুলাই স্বল্পদৈর্ঘ্যটি মুক্তি পাবে একটি ওটিটি মাধ্যমে। কিন্তু দেশে ঘটে যাওয়া বৈষম্যবিরোধী আন্দোলন ও ভয়াবহ বন্যার কারণে আলোর মুখ দেখেনি এটি। অবশেষে অপেক্ষার পালা শেষ হচ্ছে, বুধবার  (৪ সেপ্টেম্বর) মুক্তি পাচ্ছে ‘একটি খোলা জানালা’। এবার জানা যাবে, নার্স খুনের ঘটনার গল্প! ইতিমধ্যেই প্রকাশ হয়েছে এর ট্রেলার। এই সিনেমার অন্যতম দুই চরিত্রে অভিনয় করেছেন সালাহ খানম নাদিয়া ও তাসনিয়া ফারিণ। দুজনের চরিত্রই নার্সের। গল্পে কেশবগঞ্জ নামের এলাকায় একের পর এক নার্স খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশ্ন উঠছে, বেছে বেছে কেন নার্সদের খুন করা হচ্ছে, কারা করছে? কেন করছে? ভিকি জাহেদ বলেন, ‘এটি মূলত নিরীক্ষাধর্মী কাজ। ক্যারিয়ার শুরু করেছি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে। অনেকদিন পর আবারও ফিরলাম সেখানে। আশা করি, আগের মতোই দর্শকরা সাড়া দেবেন।’ কাজটি প্রসঙ্গে তাসনিয়া ফারিণের বক্তব্য এমন- ‘সাইকো থ্রিলার ঘরানার গল্প আমার বরাবরই ভালো লাগে। সেই ভালোলাগা থেকেই কাজটি করা।’ বলা দরকার, ভিকি জাহেদ ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছেন ‘পুনর্জন্ম’, ‘রেডরাম’, ‘টিকিট’, ‘তিথিডোর’র মতো কাজগুলো বানিয়ে।
০৩ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫১

৫০ হাজার টাকার জন্য খুন হন অনন্যা
নারায়ণগঞ্জ সদর উপজেলার চর সৈয়দপুর এলাকায় বস্তাবন্দি অবস্থায় হাত-পা বাঁধা অনন্যা কর্মকার হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যায় জড়িত দুজনকে কুমিল্লা জেলা থেকে গ্রেপ্তার করে পিবিআই।  সোমবার (১ এপ্রিল) দুপুরে সাইনবোর্ড এলাকায় পিবিআইয়ের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আল মামুন শিকদার।  গ্রেপ্তারকৃতরা হলেন জীবন ও তার কথিত স্ত্রী নুসরাত জাহান মীম। পুলিশ সুপার জানান, চর সৈয়দপুররের একটি সিমেন্ট ফ্যাক্টরিতে নিহত অনন্যার স্বামী হরে কৃষ্ণ চাকরি করতেন। কিন্তু এক বছর পূর্বে তার স্বামীর মৃত্যু হয়। গ্রেপ্তারকৃতরা ও অনন্যা পাশাপাশি বাসায় বসবাস করতেন। গত ২ মার্চ অনন্যা গোসল করতে গেলে আসামি জীবন নিহতের মোবাইল ফোনে চেক করে। মেসেজ দেখে জীবন বুঝতে পারে অনন্যার ভাই আমেরিকা হতে ৫০ হাজার টাকা পাঠিয়েছে। তখন টাকা হাতিয়ে নেওয়ার ফন্দি আঁটতে থাকেন আসামিরা।  পুলিশ সুপার আরও জানান, ৪ মার্চ আড়াইহাজারে পালাগান শেষে জীবন ও তার কথিত স্ত্রী মীম রান্না করতে না পারায় বাইরে থেকে তাদের ও অনন্যার জন্য খাবার কিনে আনেন। তারা অনন্যার খাবারে উচ্চ মাত্রার ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। পরে অনন্যা খাবার খেয়ে অজ্ঞান হলে তাকে শ্বাসরাধে হত্যা করে তারা। পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করার জন্য গ্যাস লাইট দিয়ে পায়ের আঙুলে আগুন দেয় তারা। এতে অনন্যা নড়াচড়া না করায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয় তারা। এ সময় অনন্যার হাত পা বেঁধে অটোরিকশাযোগে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের সৈয়দপুর এলাকায় মরদেহ ফেলে পালিয়ে যায়।  এ ঘটনায় সদর থানায় মামলা হলে তথ্য প্রযুক্তির মাধ্যমে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান পুলিশ সুপার আল মামুন শিকদার। 
০১ এপ্রিল ২০২৪, ১৭:০০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়